শেষ হচ্ছে একাদশ জাতীয় সংসদের মেয়াদ, কাল বসছে নতুন সংসদ

বাংলাদেশ জাতীয় সংসদ

শেষ হচ্ছে একাদশ জাতীয় সংসদের মেয়াদ, কাল বসছে নতুন সংসদ

অনলাইন ডেস্ক

একাদশ জাতীয় সংসদের পাঁচ বছর পূর্তি হচ্ছে আজ। সোমবার (২৯ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদের মেয়াদ পাঁচ বছর পূর্ণ হওয়ায়, নতুন সংসদের শুরু হচ্ছে আগামীকাল (৩০ জানুয়ারি) থেকে।

একাদশ সংসদের কার্যদিবস তুলনামূলক কম হলেও সর্বোচ্চ ২৫ টি অধিবেশন বসেছে। সক্রিয় বিরোধী দল হিসাবে জাতীয় পার্টি  থাকায় সংসদ বর্জনের সংস্কৃতিতে পরিবর্তন এসেছে।

যদিও বিএনপির সংসদ সদস্যরা রাজপথে অবস্থান করায় এক বছর আগেই পদত্যাগ করেন তারা। এজন্য সংসদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দেয়। এই সংসদে জনগুরুত্বপূর্ণ নোটিশ এবং মুলতবি প্রস্তাব উপেক্ষিত ছিল।

উল্লেখ্য, সংসদ সচিবালয় থেকে জানানো এক তথ্যে দেখা যায়, একাদশ সংসদের যাত্রা শুরু হয় ২০১৯ সালের ৩০ জানুয়ারি।

২০২৩ সালের ২ নভেম্বর অধিবেশন শেষ হয়। সর্বশেষ ২৫তম অধিবেশনের ৯ কার্যদিবসসহ একাদশ সংসদের মোট কার্যদিবস ছিল ২৭২ টি। পূর্বের দশম সংসদ ৪১০ ও নবম সংসদ ৪১৮ কার্যদিবস চলে।

news24bd.tv/SC