হাজিদের বাসস্থান নিয়ে সুসংবাদ দিল সৌদি আরব

সংগৃহীত ছবি

হাজিদের বাসস্থান নিয়ে সুসংবাদ দিল সৌদি আরব

অনলাইন ডেস্ক

আসন্ন হজ মৌসুমে মক্কায় প্রায় ২০ লাখ হাজির থাকার ব্যবস্থার পরিকল্পনা সাজাচ্ছে সৌদি আরব। মক্কার মেয়রের দপ্তরের মুখপাত্র ওসামা জায়াতুনি এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (২৮ জানুয়ারি) গালফ নিউজের প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

ওসামা জায়তুনি বলেন, চলতি মৌসুমে হজের সময়ে নগর কর্তৃপক্ষ চার হাজার ভবনকে লাইসেন্স দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

এসব ভবনে প্রায় পাঁচ লাখ রুম থাকবে বলে ধারণা করা হচ্ছে।

সৌদি আরবের সংবাদমাধ্যম আল-এখবারিয়াকে বলেন, আমরা আশা করছি গত বছরের তুলনায় এবার হাজিদের সংখ্যা বেশ বাড়বে। তথ্য বলছে, গেল বছরে প্রায় ১৮ লাখ হাজি হজ পালন করেছেন। এটি হাজিদের সংখ্যা করোনার আগের সময়ে ফিরে আসছে বলে নির্দেশ করছে।

আরও পড়ুন:  অন্যের খরচে হজ করলে কি ফরজ হজ আদায় হবে ?

মুখপাত্র বলেন, ইতোমধ্যে মক্কা নগরীতে এক হাজার ভবনকে লাইসেন্স দেওয়া হয়েছে। আবেদনের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইংরেজি বছর অনুযায়ী, আরবি রজব মাস আগামী ১০ ফেব্রুয়ারি শেষ হবে।

এদিকে এবার হজে হাজিদের থাকার জায়গার নিয়ম-কানুনে পরিবর্তন আনা হয়েছে। আগে নির্দিষ্ট দেশের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ থাকত। তবে এবার যেসব দেশ আগে হজের প্রক্রিয়া শেষ করবে সেসব দেশের হাজিরা যথাযোগ্য স্থানে থাকার সুযোগ পাবেন বলে জানিয়েছে সৌদি আরব।

news24bd.tv/DHL