ইসরায়েলি মন্ত্রী-এমপিদের নাচানাচির কারণ কী?

ইসরায়েলি মন্ত্রী-এমপিদের নাচানাচির কারণ কী?

অনলাইন ডেস্ক

জেরুজালেমে এক কনফারেন্সে নাচানাচি করতে দেখা গেছে ইসরায়েলের মন্ত্রী-এমপিদের। সোশ্যাল মিডিয়া এক্সে শেয়ার করা ওই ভিডিও ইতোমধ্যেই ভাইরাল। জানা গেছে গাজা উপত্যকায় ইহুদি বসতি গড়ার ঘোষণা দিয়েই তারা এমন নাচানাচি শুরু করেন।

রোববার রাতে কনফারেন্সে যোগ দেন ইসরায়েল সরকারের ১২ জন মন্ত্রী ও জোটভুক্ত ১৫ জন এমপি।

সেখান থেকেই এই ঘোষণা দেন তারা। একইসাথে এতে যোগ দেন ডানপন্থী কয়েক হাজার ইসরায়েলি।

কনফারেন্সে তারা গাজাবাসীকে স্বেচ্ছায় উপত্যকা ছেড়ে অন্যত্র যাওয়ার আহ্বান জানান এবং হামাসের সঙ্গে যুদ্ধ শেষ হলে গাজার প্রাণকেন্দ্রে বসতি গড়ার ঘোষণা দেন। এ সময় অতিডানপন্থী ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরকে সমর্থকদের সঙ্গে নিয়ে নাচতে দেখা যায়।

যদিও ইসরায়েলকে সতর্ক করে যুদ্ধ বন্ধের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। কিন্তু তাতে মোটেও কর্ণপাত করেনি তারা। ইসরায়েলের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দক্ষিণ আফ্রিকা। নাচানাচির সেই ভাইরাল ভিডিওটি দেখতে ক্লিক করুন।

news24bd.tv/FA