শরীয়তপুরের ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি অবলম্বন করে ছবিবিহীন পরিচয়পত্র পাওয়ার দাবী জানিয়ে সমাবেশ ও মানববন্ধন করেছেন পর্দানশীল নারীরা। সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পদার্নশীন নারী সমাজ নামের একটি সংগঠনের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরবর্তীতে তারা একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে বক্তব্যর মাধ্যমে কর্মসূচি শেষ করেন। মানববন্ধনে বক্তারা জানান, পরিপূর্ণ পর্দা করার কারণে পর্দানশীন নারীরা দীর্ঘদিন ধরে নানা বৈষম্যের শিকার হচ্ছেন। পর্দা করার কারণে পর্দানশীন নারীর দীর্ঘদিন ধরে নাগরিকত্ব আটকে রয়েছে। এতে তারা মৌলিক ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়াও ছবিবিহীন পরিচয়পত্র করতে না পারায় তারা বাবা ও স্বামীর উত্তরাধিকার হতে বঞ্চিত হচ্ছেন। শিক্ষা একটি মৌলিক অধিকার হওয়া...
ছবিবিহীন পরিচয়পত্র চান শরীয়তপুরের পর্দানশীন নারীরা
শরীয়তপুর প্রতিনিধি

কলমাকান্দায় চাল কুমড়া চাষে কৃষকের সফলতা
নেত্রকোণা প্রতিনিধি

চাল কুমড়া আবাদে সফলতা পেয়েছেন নেত্রকোণার সীমান্ত উপজেলা কলমাকান্দার চাষীরা। ধানের চেয়ে লাভজনক হওয়ায় দিনদিন চাল কুমড়া চাষে ঝুঁকছেন কৃষকরা। এখানকার উৎপাদিত কুমড়ার বেশ চহিদা থাকায় সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। তবে এ বছর উৎপাদন ব্যয় বৃদ্ধি হলেও দাম কম পেয়ে কিছুটা বিপাকে পড়েছেন চাষীরা। যদিও উৎপাদন বৃদ্ধিতে সব ধরনের সহযোগিতার কথা বলছে কৃষি বিভাগ। সরেজমিন ঘুরে দেখা গেছে, চলতি বছর নেত্রকোণার সীমান্ত উপজেলা কলমাকান্দায় বিস্তীর্ণ জমিতে ধানের পাশাপাশি চাল কুমড়া আবাদ করেছেন চাষীরা। বাণিজ্যিকভাবে কুমড়া চাষাবাদ লাভ জনক হওয়ায় গত কয়েক বছরে আবাদ বেড়েছে কয়েকগুন। তবে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ায় কিছুটা বিপাকে চাষীরা। গেল বছরের তুলনায় এবার দামও কিছুটা কম বলছেন চাষীরা। হীরাকান্দা সুরুজ আলী, গুতুরা আলীম মিয়াসহ বিভিন্ন এলাকার একাধিক কৃষকরা জানান, গত বছর...
ঠাকুরগাঁওয়ে বিদেশি পিস্তলসহ আটক এক
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ সোহেল রানা নামে (৩৩) এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার ভোর রাতে পৌরশহরের গোবিন্দনগর এলাকা থেকে অস্ত্রসহ যুবককে আটক করে সদর থানা পুলিশ। বিষয়টি এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহিদুল ইসলাম। আটকৃত যুবক একই এলাকার মৃত খোরশেদ আলমের সন্তন। পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম সেই বাড়িতে অভিযান পরিচালনা করেন। বাড়ি তল্লাশির সময়ে তার শয়ন কক্ষে বিছানার নিচ থেকে বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়। আটকৃত ওই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। news24bd.tv/TR
বাগেরহাট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

যৌথ বাহিনীর চালানো অপারেশন ডেভিল হান্ট অভিযানে এবার গ্রেপ্তার হয়েছেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার ফকরুল আলম সাহেব। গতকাল রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত করেছেন বাগেরহাট থানার ওসি মো. মাহমুদ-উল-হাসান। তিনি বলেন, বাগেরহাটের অস্থিতিশীল পরিবেশ রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর চলা অপারেশন ডেভিল হান্ট অভিযানে সরদার ফকরুল আলম সাহেবকে গ্রেপ্তার করে পুলিশ। আওয়ামী লীগ সরকারের পতনের পর এ জেলায় হামলা, ভাঙচুর, গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণের ঘটনায় ও বিশেষ ক্ষমতা আইনে বেশ কয়েকটি মামলা হয়। এ সব মামলায় ফকরুল সন্দেহভাজন আসামি। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে, তাকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর