দক্ষিণ সুদানে নিহত জাতিসংঘের শান্তিরক্ষী

সংগৃহীত ছবি

দক্ষিণ সুদানে নিহত জাতিসংঘের শান্তিরক্ষী

অনলাইন ডেস্ক

উত্তর আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে সহিংসতায় জাতিসংঘের এক শান্তিরক্ষী নিহত হয়েছেন।

বার্তাসংস্থা রয়টার্সের এক খবরে সোমবার (২৯ জানুয়ারি) জানানো হয়, নিহত শান্তিরক্ষী বাহিনীর সদস্য ঘানার সেনা ছিলেন। এদিকে এ ঘটনায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিকের প্রাণ হারানোর খবরও পাওয়া গেছে।

আরও পড়ুন...ব্রাজিলে বিধ্বস্ত বিমান, নিহত ৭

সহিসংতার আটকে পড়াদের নিরাপত্তার জন্য বেসামরিক লোকদের ইউএনআইএসএফএ ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে জাতিসংঘ থেকে বলা হয়েছে, সংঘর্ষের সময় ইউএনআইএসএফএ-এর একটি ঘাঁটিও আক্রমণের শিকার হয়। আক্রমণটি প্রতিহত করা হলেও ‘দুঃখজনকভাবে ঘানার একজন শান্তিরক্ষী ঘটনার সময় নিহত হয়’ বলে বিবৃতিতে বলা হয়েছে। জাতিসংঘ মিশন জানিয়েছে, সহিংসতায় নিহত, আহত এবং বাস্তুচ্যুত মানুষের সংখ্যা যাচাই করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১১ সালে সুদান থেকে স্বাধীনতা ঘোষণা করে আলাদা রাষ্ট্র হয় দক্ষিণ সুদান।

news24bd.tv/SC