গ্যাস সঙ্কটে বস্ত্রখাতের উৎপাদন সক্ষমতা নেমেছে ৪০ শতাংশে

সংগৃহীত ছবি

গ্যাস সঙ্কটে বস্ত্রখাতের উৎপাদন সক্ষমতা নেমেছে ৪০ শতাংশে

নিজস্ব প্রতিবেদক

চলমান গ্যাস সঙ্কটের কারণে বস্ত্রখাতের উৎপাদন সক্ষমতা ৪০ শতাংশে নেমে এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন।

সোমবার (২৯ জানুয়ারি) এক সেমিনারে খোকন জানান, গ্যাস সংকটের সাথে ব্যাংকঋণের চড়া সুদ বস্ত্র খাতকে চরম অনিশ্চয়তায় ফেলে দিয়েছে। শিগগিরই সঙ্কট না কাটলে উৎপাদন আরও কমে আসতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন : বাংলাদেশি টাকায় সোমবারের মুদ্রা বিনিময় হার

শুধুমাত্র বস্ত্রশিল্পই নয়, গ্যাস সঙ্কটে দিনের প্রায় অর্ধেক সময় বিভিন্ন কারখানা বন্ধ রাখতে হচ্ছে।

ফলে কমে আসছে উৎপাদন। রপ্তানির ক্রয়াদেশও কমে যাচ্ছে। এতে দুশ্চিন্তা বাড়ছে কর্মসংস্থান নিয়ে। বিশেষ করে গ্যাস সংকটে বেশি বিপাকে পড়েছে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের শিল্প কারখানাগুলো।

সঙ্কটের কারণে বাসা বাড়িতেও পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। কারণ রাতে কিছুক্ষণের জন্য লাইনে গ্যাস আসলেও দিন শুরুর আগেই বহু বাসা বাড়িতে চুলার গ্যাস উধাও হয়ে যায়। কেউ রান্না করেন গভীর রাতে, তীব্র শীতে কেউ বিছানা ছাড়েন ভোরের আগে, কেউ কিনেছেন বিদ্যুতের চুলা, কারো বাসায় কেনা হয়েছে এলপিজি সিলিন্ডার।

news24bd.tv/FA