মেক্সিকোর ষাঁড়ের লড়াই বন্ধের দাবিতে উত্তাল জনগণ

মেক্সিকো সিটিতে বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তি

মেক্সিকোর ষাঁড়ের লড়াই বন্ধের দাবিতে উত্তাল জনগণ

অনলাইন ডেস্ক

কিছুদিন বন্ধ থাকলেও রোববার (২৮ জানুয়ারি) মেক্সিকোতে পুনরায় শুরু হয় ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা । এই লড়াই বন্ধের দাবিতে মেক্সিকো সিটির পথে নামেন হাজার-হাজার মানুষ।

প্রতিবাদমুখর মানুষের ঢল সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়। যদিও এ সময় মেক্সিকো সিটির বেশ কয়েকটি স্থানে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়।

আরও পড়ুন...মালদ্বীপের পার্লামেন্টে মারামারি!

তাদের সকলের একই দাবি, ষাঁড়কে হ্যা বলুন, পশু লড়াইকে না বলুন। বিক্ষোভকারীদের মতে এটি কখনোই মেক্সিকোর শিল্প বা সংস্কৃতির অংশ হতে পারেনা।
মূলত ষোড়শ শতাব্দী থেকে লাতিন দেশগুলোতে জনপ্রিয় হয়ে ওঠে ষাঁড়ের লড়াই।

কিন্তু পরিবেশবিদরা ২০২২ সালে ষাঁড়ের উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা নিয়ে মামলা করেন।

সেই সময়ে স্থগিত হলেও পুনরায় দেশটিতে আয়োজিত হয় এই অনুষ্ঠান।

news24bd.tv/SC