জাপার চেয়ারম্যান ও মহাসচিব পরিবর্তন নিয়ে ইসিতে রওশনপন্থীদের চিঠি

ফাইল ছবি

জাপার চেয়ারম্যান ও মহাসচিব পরিবর্তন নিয়ে ইসিতে রওশনপন্থীদের চিঠি

অনলাইন ডেস্ক

জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব পরিবর্তনের বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে রওশনপন্থীরা। আজ সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর চিঠি দেওয়া হয়।

জাতীয় পার্টির মহাসচিব কাজী মো. মামুনূর রশিদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, জাতীয় পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের গুলশানের বাসায় দলটির সর্বস্তরের নেতাকর্মীদের জরুরি বর্ধিত সভায়, সর্বসম্মতিক্রমে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, সভায় সবার দাবির প্রেক্ষিতে রওশন এরশাদকে জাতীয় পার্টির গঠনতান্ত্রিক ক্ষমতাবলে পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন এবং পার্টি চেয়ারম্যান তার ক্ষমতাবলে কাজী মামুনূর রশিদকে অন্তর্বর্তী (পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত) মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছেন।

 

চিঠিতে এও বলা হয়েছে, দ্রুত সময়ের মধ্যে জাতীয় পার্টির জাতীয় সম্মেলনে আয়োজন করা হবে।

news24bd.tv/SHS