হ্যাটট্রিক জয় পেতে চট্টগ্রামের চাই ১৩৮ রান

সিলেটে টেক্টর-জাকির গড়েন ৫৭ রানের জুটি - বিসিবি

হ্যাটট্রিক জয় পেতে চট্টগ্রামের চাই ১৩৮ রান

অনলাইন ডেস্ক

বিপিএলের এবারের আসরের চতুর্থ এবং টানা তৃতীয় জয় তুলে নিতে ১৩৮ রান চাই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। আজ সোমবার দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ১৩৭ রানের মধ্যেই আটকে রেখেছে চট্টগ্রাম।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ টসে জিতে আগে ব্যাট করতে নামে এখনো জয়ের খোঁজে থাকা সিলেট। তবে মাত্র ৮ রানেই দুই ওপেনারকে হারিয়ে দলটি পড়ে বিপাকে।

সেখান থেকে সিলেটকে টেনে ধরেন হ্যারি টেক্টর ও জাকির হাসান। দুজনে ৫৭ রান তোলেন তৃতীয় উইকেট জুটিতে। পরে রায়ান বার্ল এবং আরিফুল হকের প্রচেষ্টায় ৪ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৩৭ রানের পুঁজি পায় সিলেট।


আগে ব্যাটিংয়ে নেমে অষ্টম বলে প্রথম উইকেট হারায় সিলেট।

ব্যাট-প্যাডের ফাঁক গলে বিলাল খানের বল আঘাত করে স্টাম্পে, বোল্ড হয়ে ১ রান করেই সাজঘরে ফেরেন মোহাম্মদ মিঠুন। একই ওভারের শেষ বলে নাজমুল হোসেন শান্তর উইকেটও তুলে নেন বিলাল। এই বাঁহাতি পেসারের বলে এলবিডব্লুউ হয়ে ৫ রানেই সন্তুষ্ট থাকতে হয় শান্তকে।  

প্রথম ২ ওভারে ২ উইকেট হারানো সিলেটকে এরপর পথ দেখান টেক্টর-জাকির জুটি। দেখেশুনেই খেলতে থাকেন তারা। তৃতীয় উইকেটে দুজন ৫৭ রান তোলার পর জাকির নিহাদুজ্জামানকে উইকেট দিলে ভাঙে এ জুটি। ২৬ বলে ৩১ রান করেন জাকির। এরপর বলের সমান রান তুলে সেই বিলালের তৃতীয় শিকার হয়ে টেক্টরও নেন বিদায়। ৪২ বলে ৪৫ রান আসে এই আইরিশের ব্যাট থেকে।  

সিলেট শেষদিকে সম্মানজনক স্কোর করেছে বার্ল-আরিফুলের ব্যাটে। ২৯ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন বার্ল, ১২ বলে সমান ১ চার ও ছক্কায় ১৭ রান করেন আরিফুল।

news24bd.tv/SHS