রমজানে পণ্য আমদানি করতে এলসি ও ডলার সংকট নেই: মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

রমজানে পণ্য আমদানি করতে এলসি ও ডলার সংকট নেই: মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক

আসন্ন রমজানে বিদেশ থেকে নিত্যপণ্য আমদানি করার ক্ষেত্রে দেশে এলসি ও ডলার সংকট নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। সোমবার(২৯ জানুয়ারি) বিকেলে মন্ত্রিসভার বৈঠক সম্পর্কিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ব্রিফিংয়ে সচিব বলেন, রমজানের পণ্য আমদানি করতে যাতে ডলার সংকট এবং এলসির সমস্যা না হয় সে ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সচিব জানান,  আগামী রমজানে ভোজ্যতেল, চিনি, চাল ও খেজুর আমদানির ক্ষেত্রে শুল্ক ছাড়ের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

এ ব্যাপারে এনবিআরকে শুল্ক ছাড়ের পরিমাণ নির্ধারণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

সচিব আরও জানান, রমজানে বাজারে পণ্যের সরবরাহে যাতে ঘাটতি না হয় সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মজুতদারদের বিরুদ্ধে কঠোর হওয়ার পাশাপাশি পণ্যের দাম যাতে কোনোভাবেই না বাড়ে সেটা কঠোরভাবে নজরদারি করতে সংশ্লিষ্ট মন্ত্রনালয়কে বলেছেন তিনি।

এদিকে, মন্ত্রিসভার বৈঠকে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার সংশোধন আইন-২০২৪ এর খসড়ায় অনুমোদন দেয়া হয়েছে।

আগে দুই বছর পর পর আইনটি সংশোধন করা হলেও আজকের বৈঠকে আইনটিকে স্থায়ী রূপ দেয়া হয়েছে।

এছাড়া, বৈঠকে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি আইন-২০২৪ এর খসড়াও অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

news24bd.tv/ab