পরিবেশ মন্ত্রণালয়ের সাথে আইসিটি মন্ত্রণালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আইসিটি মন্ত্রণালয়ের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেছে পরিবেশ মন্ত্রণালয়।

পরিবেশ মন্ত্রণালয়ের সাথে আইসিটি মন্ত্রণালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

নিজ মন্ত্রণালয়কে আরো বেশি যুগোপযোগী ও স্মার্ট করতে আইসিটি মন্ত্রণালয়ের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেছে পরিবেশ মন্ত্রণালয়। সোমবার(২৯ জানুয়ারি) বিকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় নিজের মন্ত্রণালয়ের বিভিন্ন দিক তুলে ধরে ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। এ সময় বন ও পাহাড় রক্ষাসহ উন্নয়ন প্রকল্প পরিবেশ বান্ধব রাখতে জনসম্পৃক্ততা কমিয়ে প্রযুক্তি নির্ভর হওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন তিনি।

সভায় প্রযুক্তিনির্ভর হলেও যেন তথ্যের নিরাপত্তা থাকে সেদিকে সতর্ক থাকতে সবাইকে অনুরোধ জানান পরিবেশমন্ত্রী।

news24bd.tv/ab