সময় হলে সবাই সব দেখতে পারবে: এনায়েত হোসেন সিরাজ

বিসিবি পরিচালক এনায়েত হোসেন সিরাজ - সংগৃহীত

বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত

সময় হলে সবাই সব দেখতে পারবে: এনায়েত হোসেন সিরাজ

অনলাইন ডেস্ক

গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি হয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। সাকিব আল হাসানের নেতৃত্বে ৯ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জেতে টাইগাররা। এমন ব্যর্থতার পর কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপ দল সংশ্লিষ্ট প্রায় সবার সঙ্গে কথা বললেও, সাকিব আল হাসান ও তামিম ইকবালকে না পাওয়ায় তদন্ত শেষ করতে পারছিল না সেই কমিটি।

অবশেষে এই অপেক্ষা শেষ হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটির। আজ বোর্ড পরিচালক এনায়েত হোসেন সিরাজের নেতৃত্বে আকরাম খান ও মাহবুব আনাম বসেন তামিম ও সাকিবের সঙ্গে। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন সিরাজ। সেখানে তিনি জানান, সময় আসলেই সবাই বিশ্বকাপ ব্যর্থতায় তদন্ত কমিটি যা খুঁজে পেয়েছে, তা জানতে পারবেন।

তদন্ত কমিটির কাজ বর্তমানে কোন পর্যায়ে আছে, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আজ এনায়েত হোসেন সিরাজ বলেন, ‘আমাদের যে দায়িত্ব দিয়েছে ক্রিকেট বোর্ড, আমরা এখন শেষ পর্যায়ে আছি। শিগগিরই ক্রিকেট বোর্ডকে জমা দেবো। যেহেতু আমরা পেয়েছি ওদের দুজনকেই, সেজন্য সকালে এসে ওদের সঙ্গে কথা বলে এখন চলে যাচ্ছি। ’

বিশ্বকাপ দলে ছিলেন না তামিম। এশিয়া কাপের আগে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পর বিশ্বকাপ স্কোয়াডেই জায়গা হয়নি তার। এর মধ্যে প্রকাশ্যে আসে সাকিবের সঙ্গে তার দ্বন্দ্ব। এ দুজনের মধ্যে বিরোধকে অবশ্য ‘দ্বন্দ্ব’ বলতে পারি নন তদন্ত কমিটির প্রধান।

সিরাজ বলেন, ‘আপনি যেটা দ্বন্দ্ব বলছেন, আমি এটাকে ঠিক ওভাবে বিবেচনায় আনছি না। পরিস্থিতিতিতে অনেক কিছু হয়। সবকিছুই পৃথিবীতে সমাধানযোগ্য। এগুলো তো মিডিয়াতে বলার মতো ব্যাখ্যা না (বিশ্বকাপ ব্যর্থতা)। আমার মনে হয় না আমি বলতে পারবো। কারণ এটা খুবই কনফিডেনশিয়াল। যখন সময় আসবে তখন দেখতে পারবেন আপনারা, জনগণও দেখতে পাবে। ’

তিনি বলেন, ‘আমাদের পুরো পর্যালোচনা করতে দায়িত্ব দিয়েছে ক্রিকেট বোর্ড থেকে। হয়তো বিশ্বকাপে আশানুরুপ ফল করতে পারিনি। এটা কী কারণে আমরা পারিনি এবং কী সমস্যা ছিল এগুলোই আমরা ফাইন্ডিংসে এনেছি। ভবিষ্যতে যেন এ সমস্যায় পড়তে না পারি। ’ 

তিনি আরও বলেন, ‘আমি মনে করি আলোচনা গতিশীল হয়েছে (সাকিব ও তামিমের সঙ্গে)। আসলে ওভারঅল একটা পরিস্থিতি এখানে আছে। শুধু সাকিব-তামিম তা না। বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যতে আমরা কীভাবে পরিচালনা করতে পারি ওদের কাছ থেকে কিছু পরামর্শ চেয়েছি। তারাও দিয়েছে। ’

news24bd.tv/SHS