আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ নয়, ভারত; মন্তব্য রিজভীর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ নয়, ভারত; মন্তব্য রিজভীর

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ নয়, ভারত। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, জনগণের ভোটে নয়, ভারতের সহায়তায় আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। তাই তারা ভারতকে খুশি করতে ব্যস্ত।

আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ নয়, ভারত।

সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, বিএনপি ভারতের বিপক্ষে নয়। তবে দেশটির নীতি-পলিসির বিরুদ্ধে।

আওয়ামী লীগ সরকার আমাদের দেশকে ভারতীয় পণ্য বানিয়ে ফেলেছে।

‘৭ জানুয়ারি ‘ডামি’ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ জোর করে রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে। এরপর রাষ্ট্রীয় ছত্রছায়ায় এখন বিরোধী দল নিধনে নানা বেপরোয়া কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে’, যোগ করেন বিএনপির এই সিনিয়র এই নেতা।

রিজভী বলেন, মতপ্রকাশের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে হরণ করতেই বিরোধী দলের নেতাকর্মীদের অদৃশ্য করা হচ্ছে।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক