হাসপাতালে ভর্তি কবীর সুমন

সংগীতশিল্পী কবীর সুমন

হাসপাতালে ভর্তি কবীর সুমন

অনলাইন ডেস্ক

দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার রাতে তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে।

কবীর সুমনের গুরুতর অসুস্থতার তথ্য বাংলাদেশের গণমাধ্যমে নিশ্চিত করেন কলকাতার শেঠ সুখলাল কারনানি মেমোরিয়াল হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ড. সৌমিত্র ঘোষ।

তিনি বলেন, 'গভীর রাতে তিনি জ্বর, গলা ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন।

ভর্তির সময় তার অক্সিজেনের মাত্রা ছিল ৯০। তাই তাকে অক্সিজেন দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে তাকে অন্যান্য ওষুধ দেওয়া হচ্ছে। '

তার কোভিড ১৯ পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানান তিনি।

সংগীতশিল্পী কবীর সুমনের ঘনিষ্ঠজন মনীষা দাশগুপ্ত এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, 'কবীর সুমন শ্বাসকষ্ট নিয়ে আজ সকালে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। চিকিৎসা চলছে। ডাক্তারদের নির্দেশে দেখা করার ওপর বিধিনিষেধ রয়েছে। '

news24bd.tv/TR