টাঙ্গাইলে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা

গুঁড়িয়ে দেয়া হচ্ছে অবৈধ ইটভাটা।

টাঙ্গাইলে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইল ও মধুপুর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচ ইটভাটার মালিককে ২৫ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে। দুটি ইটভাটার চুল্লি ভাঙ্গাসহ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) মধুপুর ও ঘাটাইল উপজেলার বিভিন্ন ইটভাটায় এসব অভিযান চালানো হয়।
সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমীর নেতৃতে এ অভিযানে উপস্থিত ছিলেন অত্র কার্যালয়ের উপ-পরিচালক জমির উদ্দিন এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালনকারী সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ।

এ সময় পুলিশ ও ফায়ার সার্ভিস এর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপ-পরিচালক জমীর উদ্দিন বলেন, জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ঘাটাইল এবং মধুপুর উপজেলার মোট সাতটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় মধুপুর উপজেলার মেসার্স মধুপুর ব্রিকস, তিতাস ব্রিকস, আশা ব্রিকস, সিটি ব্রিকস এবং ঘাটাইল উপজেলার মেসার্স সালাম/সাগর ব্রিকস এই পাঁচ ইটভাটায় মোট ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া, ঘাটাইল উপজেলার তিতাস ব্রিকস এবং যমুনা ব্রিকস নামের দুটি ইটভাটার চুল্লি সম্পূর্ণভাবে ভাঙ্গাসহ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।

তিনি আরো বলেন, পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

news24bd.tv/ab