যাত্রীর পায়ুপথে ২০ লাখ টাকার স্বর্ণ

স্বর্ণের বারসহ আটক মেহেদী হাসান ।

যাত্রীর পায়ুপথে ২০ লাখ টাকার স্বর্ণ

অনলাইন ডেস্ক

যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন-কাস্টমসে মেহেদী হাসান (২১) নামে এক যাত্রীর পায়ুপথ থেকে বের হলো ২৩৩ গ্রাম ওজনের দুই পিস স্বর্ণের বার।

মেহেদী হাসান কুমিল্লা জেলার চান্দিনা  থানার জোয়াগ গ্রামের আব্দুল বাতেনের ছেলে।

সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১০ টার সময় সন্দেহজনকভাবে তাকে আটক করে শুল্ক গোয়েন্দার সদস্যরা। তার পাসপোর্ট নম্বর- ইঙঙ-২৭২৯৭১।

শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, মেহেদী হাসান নামে একজন বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী স্বর্ণের একটি চালান নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাবে। এমন সংবাদের ভিত্তিতে তারা চেকপোস্টে অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে মেহেদী হাসান নামে পাসপোর্টধারীযাত্রীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যাত্রী তার পায়ুপথে দুইটি স্বর্ণেরবার আছে বলে স্বীকার করে। পরে মেহেদীর পায়ুূপথ থেকে স্বর্ণেরবার দুটি উদ্ধার করা হয়।

যার ওজন ২৩৩ গ্রাম এবং সিজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।

বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সুপারেন্টডেন্ট কামাল হোসেন স্বর্ণেরবারসহ একজন পাসপোর্ট যাত্রী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

news24bd.tv/তৌহিদ