নারায়ণগঞ্জে আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জে আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের একটি বাসায় আগুনে একই পরিবারের শিশুসহ ছয় জন দগ্ধের ঘটনায় জান্নাতি আক্তার (১৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ জনে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনিস্টিউটের আইসিইউতে মারা যায় সে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, জান্নাতির শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়ে গিয়েছিল।

এ ঘটনায় সোমবার (২৯ জানুয়ারি) রহিমা বেগম (৩৫) মারা যান। এর আগে গত ২৪ জানুয়ারি বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন দুই জন। তাদের মধ্যে সুখী আক্তারের শরীরের ১৭ শতাংশ, ও রিতুর ১০ শতাংশ দগ্ধ হয়েছে। বাকিদের চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ বাগপাড়া এলাকায় একটি টিনশেড বাসায় গ্যাসের চুলায় মশার কয়েল জ্বালানোর সময়ে আগুন লেগে একই পরিবারের এক শিশুসহ ৬ জন দগ্ধ হয়।

দগ্ধরা হচ্ছেন, সুখী আক্তার (৩২) তার মেয়ে সাদিয়া আক্তার (১১) দগ্ধ সুখীর ছোট বোন জান্নাতি আক্তার (১৬) ছোট ভাই মো. আরিফ (২১) ফুফাতো বোন রহিমা বেগম (৩৫) ও তার মেয়ে রিতু আক্তার (১৪)।

news24bd.tv/FA