গণহারে আসামিদের ডান্ডাবেড়ি পরানো যাবে না : হাইকোর্ট

গণহারে আসামিদের ডান্ডাবেড়ি পরানো যাবে না : হাইকোর্ট

দুর্ধর্ষ সন্ত্রাসী ও জঙ্গি ছাড়া কাউকে ডান্ডাবেড়ি পরানো যাবে না‌ উল্লেখ করে ২০২২ সালে কারা অধিদপ্তরের দেয়া পরিপত্র মেনে চলতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর ফলে, অন্যান্য বন্দীর ডান্ডাবেড়ি পরানোর বিষয়ে সতর্ক থাকতে হবে কর্তৃপক্ষকে।

মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল মৃধাকে ডান্ডাবেড়ি পরিয়ে বাবার জানাজায় নিয়ে যাওয়ার ঘটনায় দায়ের করা একটি রিট আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়।

আরও পড়ুন : মৃত্যুদণ্ডের বিধান কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল

এছাড়া মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদল সভাপতি নাজমুল মৃধাকে ডান্ডাবেড়ি পরিয়ে বাবার জানাজায় নেয়া কেন অসাংবিধানিক হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ১১ই মার্চ‌ রুলের শুনানি হবে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক