দুই ধাপ পিছিয়ে দুর্নীতিতে বাংলাদেশ ১০ম

সংগৃহীত ছবি

দুই ধাপ পিছিয়ে দুর্নীতিতে বাংলাদেশ ১০ম

অনলাইন ডেস্ক

বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১০ম বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)। ২০২২ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১২তম।

বার্লিনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতির ধারণাসূচক ২০২৩ শীর্ষক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর কার্যালয়ে এ তথ্য জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, ২০২৩ সালে বাংলাদেশের অবস্থান গত একযুগের মধ্যে সর্বনিম্ন। দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্সের ঘোষনা দিলেও তা বাস্তবায়ন না হওয়ায় দুর্নীতির ব্যাপকতা বেড়েছে।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় খাতে দুর্নীতি বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে অর্থপাচারও।

সরকারি ক্রয় খাতেও জবাবদিহিতা না থাকায় দেশে দুর্নীতি বেড়েছে।

প্রতিবেদনে উঠে এসেছে, ১০০ স্কোরের মধ্যে বাংলাদেশ পেয়েছে ২৪, যা গতবারের চেয়ে ১ পয়েন্ট কম। গতবার বাংলাদেশের পয়েন্ট ছিল ২৫। তালিকায় দেশ হিসেবে ১৪৭ তম অবস্থানে ছিল বাংলাদেশ। যেখানে এবার ১৪৯ তম।

আরও পড়ুন: বাংলাদেশ রিজার্ভ সংকটে পড়লে পাশে থাকবে চীন : রাষ্ট্রদূত

সমান স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে আফ্রিকান রিপাবলিক, ইরান, লেবানন ও জিম্বাবুয়ে।

news24bd.tv/DHL