শাহরুখের 'ডানকি' দেখে যা বললেন সারা যাকের 

শাহরুখের 'ডানকি' দেখে যা বললেন সারা যাকের 

অনলাইন ডেস্ক

গত বছর শেষে ভক্তদের মাঝে নতুন সিনেমা 'ডানকি' নিয়ে হাজির হন বলিউড সুপারস্টার শাহরুখ খান। পরপর দুই সিনেমার সফলতার পর ২১ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পায় অভিনেতার গত বছরের তৃতীয় সিনেমা 'ডানকি'। সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তির অনুমতি পেয়েছিল ‘ডানকি’। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তির ঠিক এক দিন পর, ২২ ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পায় সিনেমাটি।

রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটি নিয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন ভক্তরা। মুক্তির আগে সিনেমাটি নিয়ে বেশ সাড়া পড়ে। সম্প্রতি 'ডানকি' সিনেমাটি দেখেছেন বাংলাদেশের গুণী অভিনেত্রী সারা যাকের। ঢাকার মহাখালীর স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখেছেন তিনি।

সারা জাকের আগে রাজকুমার হিরানির 'থ্রি ইডিয়টস' সিনেমাটিও দেখেছিলেন। তবে 'ডানকি' থেকে থ্রি ইডিয়টসকেই এগিয়ে রেখেছেন অভিনেত্রী।

‘ডানকি’ দেখা শেষে সারা যাকের ফেসবুকে একটা পোস্ট দিয়ে লিখেছেন, '' ‘ডানকি’ দেখলাম। একটি ফর্মুলা হিন্দি ফিল্ম। ভালো লেগেছে। আমার স্কোর ৫''।

তবে কেন স্কোর ৫ বা এর বেশি দিতে পারছেন না তার কারণও জানিয়েছেন অভিনেত্রী। 'ডানকি' প্রসঙ্গে গণমাধ্যমে তিনি জানান, ‘আমার কাছে মনে হয়েছে, সাধারণত যে ধরনের হিন্দি সিনেমা চলে, এটাও তেমনই। ফর্মুলা ছবি আরকি। ছবিটি আমার কাছে খুব একটা এক্সট্রা অর্ডিনারি মনে হয়নি। যদিও ছবিটি অনেকের কাছে অনেক ফানি লেগেছে। তবে আমার কাছে খুব ভালো হলে ৬ দিতাম। আর খুবই ভালো হলে বলতাম ৮। তবে ৫ দিলাম, কারণ ভালোর কাছাকাছি। রাজকুমার হিরানির “থ্রি ইডিয়টস” দেখেছি, ভালো লেগেছিল। ’

সারা যাকের আরও বলেন, ‘শাহরুখ খানকে বেশি বয়সে দেখতে ভালো লাগলেও কম বয়সী শাহরুখ খানকে কেমন যেন লাগছিল। সত্যি বলতে, শাহরুখ খানকেই কেন জানি সমস্যা মনে হচ্ছিল। শাহরুখ খানের তরুণ লুক নেওয়ার যে একটা ভাবভঙ্গি, ওটা ভালোই লাগেনি। এখন মনে হচ্ছে, হয়তো ৬ দিলে ভালো হতো। তরুণ বয়সের শাহরুখ খানকে ভালো না লাগলেও দুই বয়সের তাপসী পান্নুকে ভালো লেগেছে। প্রত্যাশা ছিল, আরও ভালো কিছু হতে পারত। প্রত্যাশার চেয়ে কম ভালো লেগেছে বলেই ৫ দিয়েছি। ’

আরও পড়ুন: এবার তাপসের লেখা ও সুরে গাইলেন অভিনেত্রী মিমি 

রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটিতে শাহরুখ খান ছাড়াও আছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, অনিল গ্রোভার, প্রমুখ।

news24bd.tv/TR