সংসদের কলঙ্কিত যাত্রা শুরু হচ্ছে আজ: রিজভী

সংসদের কলঙ্কিত যাত্রা শুরু হচ্ছে আজ: রিজভী

নিজস্ব প্রতিবেদক

ভোট বর্জনের পর ডামি নির্বাচন করে জাতীয় সংসদের কলঙ্কিত যাত্রা শুরু হচ্ছে আজ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার(৩০ জানুয়ারি) নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, দ্বিতীয় বাকশাল কায়েম হয়েছে। একই দলের সব সংসদ সদস্য, জাতীয় পার্টিকেও লালন করছে।

এই সরকার দেশে বিদেশে প্রত্যাখাত হয়েছে।

রিজভী আরও বলেন, এই সংসদ জনগণের নয়। নতুন নতুন অশুভ পরিকল্পনা বাস্তবায়ন করে ক্ষমতা ধরে রেখেছে সরকার। আওয়ামী লীগের জনভিত্তি ধ্বসে গেছে।

জনগণের বিজয় ঠেকাতে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে তারা।

আরও পড়ুন: এবারের নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে: ওবায়দুল কাদের

এ সময় সংসদ বাতিল করে জনগণের ভোটাধিকার আদায়ের আন্দোলনে বিএনপি সংকল্পবদ্ধ বলে জানান তিনি। পাশাপাশি, বিএনপির কালো পতাকা মিছিল সারাদেশে পুলিশি বাঁধার মুখে পড়লেও কর্মসূচি চলবে বলে ঘোষণা দেন তিনি।

news24bd.tv/ab