পাসপোর্ট দালাল চক্রের তিন সদস্য আটক

আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তরে অভিযান চালিয়ে দালাল চক্রের তিন সদস্যকে আটক করেছে দুদক।

পাসপোর্ট দালাল চক্রের তিন সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক

আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তরে অভিযান চালিয়ে দালাল চক্রের তিন সদস্যকে আটক করেছে দুদক। পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্য ও সেবা পেতে মানুষের ভোগান্তির নানা অভিযোগের প্রাথমিক প্রমাণও মিলেছে সংস্থাটির ঝটিকা অভিযানে।

তবে বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালকের দাবি, তার অফিসের কেউ দালালচক্রের সাথে জড়িত নয়।

মঙ্গলবার(৩০ জানুয়ারি) দুদকের সহকারি পরিচালক নুর আলম সিদ্দিকীর নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায়।

এ সময় টিমের সদস্যগণ ছদ্মবেশে আগত সেবাগ্রহীতাদের সাথে কথা বলে হয়রানি ও ঘুষের অভিযোগের সত্যতা পায়।

আশপাশে গড়ে উঠা দোকানগুলো থেকে দালাল চক্র নিয়ন্ত্রণের প্রমাণও মিলেছে অনুসন্ধানে। এ বিষয়ে বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালককে অবহিত করে বিভিন্ন বিষয়ে সহযোগিতা চায় দুদকের টিম।

দুদক বলছে, অভিযানে অনেক অভিযোগের সত্যতা মিলেছে, যাচাই-বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

news24bd.tv/ab