গাজীপুরে পৃথক ৩টি ডাকাতির ঘটনায় ১০ জন গ্রেপ্তার

গাজীপুর সদর এলাকায় পৃথক তিনটি ডাকাতির ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুরে পৃথক ৩টি ডাকাতির ঘটনায় ১০ জন গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর এলাকায় পৃথক তিনটি ডাকাতির ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার(৩০ জানুয়ারি) দুপুরে জিএমপি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান।

পুলিশ জানায়, ১৬ জানুয়ারী রাতে মহানগরের জোলারপাড় এলাকায় আবিদা সুলতানা লাকীর বাড়িতে এবং ২১ জানুয়ারী রাতে বাহাদুরপুর এলাকায় মঞ্জুরুল হকের বাড়িতে ঘরের দরজা ভেঙ্গে ৮/১০ জনের একদল ডাকাত বাড়িতে প্রবেশ করে লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটে নেয় । দুটি ডাকাতির ঘটনায় একই দলের সদস্যরা ছিলো ।

এ দুটি ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এছাড়া , ২৩ জানুয়ারী মধ্যরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর মহানগরের গজারিয়াপাড়া এলাকায় ৪০০ কার্টুন টাইলসসহ ট্রাক লুটে নেয় ডাকাত দল । এ ঘটনার সাথে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনটি ডাকাতির ঘটনায় জিএমপি সদর থানায় মামলা হলে পুলিশ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে ।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন জিএমপির উপ কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক