'ফাইটার' সিনেমার বক্স অফিস আয় আরও কমেছে

সংগৃহীত ছবি

'ফাইটার' সিনেমার বক্স অফিস আয় আরও কমেছে

অনলাইন ডেস্ক

হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন অভিনীত 'ফাইটার' সিনেমার বক্স অফিস আয় আরও কমেছে। গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির পাঁচ দিনে সোমবার ফাইটার বক্স অফিসে ৮ কোটি আয় করেছে। এই সিনেমা ইতোমধ্যে মোট ১২৫ কোটির বেশি আয় করে ফেলেছে।

 

প্রজাতন্ত্র দিবসের ঠিক মুখেই মুক্তি পাওয়া 'ফাইটার' উসকে দিয়েছে দেশাত্মবোধের চেতনাকে। বক্স অফিসেও ভালোই সাড়া পাচ্ছে এই সিনেমা। তবে সোমবার আসতেই হুড়মুড়িয়ে অনেকটাই কমলো আয়ের পরিমাণ।  তবে রোববার চতুর্থ দিনে বক্স অফিসে আয় হয়েছে ৩০ কোটির কাছাকাছি।

'ফাইটার' -এর বক্স অফিস কালেকশন

স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী,'ফাইটার' মোট আয় সোমবারের পর গিয়ে দাঁড়িয়েছে ১২৬ কোটি ৫০ লাখে।

আরও পড়ুন: চতুর্থ দিনে বক্স অফিসে কত আয় করলো 'ফাইটার'  

প্রথম দিন বক্স অফিসে 'ফাইটার' সিনেমার আয় ছিল ২২.৫ কোটি রুপি। দ্বিতীয় দিন, শুক্রবার প্রজাতন্ত্র দিবসের দিন সেটা বেড়ে হয় ৩৯.৫ কোটি। তবে তারপরই শনি রবি আসতেই বেশ অনেকটা কমে যায় আয়। শনিবার ফাইটার ২৭.৫ কোটি এবং রোববার ২৯ কোটি টাকা আয় করে।

আরও পড়ুন: ‘ফাইটার’ সিনেমা বাংলাদেশে মুক্তি পাচ্ছে না: অনন্য মামুন

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'ফাইটার' সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন, অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার, অনিল কাপুর, প্রমুখ। গত বছরও একই দিনে মুক্তি পেয়েছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান'। সেটাও ছিল দেশাত্মবোধক একটি সিনেমা।

news24bd.tv/TR