নাটোরে সরকারি খাল-বিল দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

নাটোরের সিংড়ায় সরকারি খাল-বিল দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান চলমান রয়েছে।

নাটোরে সরকারি খাল-বিল দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় সরকারি খাল-বিল দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান চলমান রয়েছে। মঙ্গলবার(৩০ জানুয়ারি) দিনব্যাপী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে তিশিখালী ও হিজলী খালে অভিযান চালায় প্রশাসন। এ অভিযানে খালের প্রায় ৩০ কিলোমিটার এলাকা দখলমুক্ত ও ১৮টি বাঁধ অপসারণ করে পানি চলাচল স্বাভাবিক ও জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।

খাল দখলের অভিযোগে হিজলী গ্রামের নাইচ আলীর ছেলে ফরহাদ আলীকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড করেন সিংড়ার সহকারী কমিশনার(ভূমি) মো. আল ইমরান।

আরও পড়ুন: নোয়াখালীতে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন ও বিএডিসি সিংড়া জোনের সহকারী প্রকৌশলী মানিক রতন প্রমুখ।

সহকারী কমিশনার(ভূমি) মো. আল ইমরান বলেন, সিংড়ার খাল-বিল দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান চলমান রয়েছে। তারপরও একশ্রেণীর প্রভাবশালীরা রাতারাতি খাল দখলের পায়তারা করছে।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক