ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে স্পেনের পর প্রস্তুত যুক্তরাজ্য

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লর্ড ক্যামেরন--ফাইল ছবি।

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে স্পেনের পর প্রস্তুত যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক

গত বছরের নভেম্বরে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন যদি স্বীকৃতি  না দেয়, তা হলে এককভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে স্পেন।  
এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত আছে যুক্তরাজ্য বলে জানাল  দেশটির পররাষ্ট্রমন্ত্রী লর্ড ক্যামেরন। গত সোমবার ( ২৯ জানুয়ারি) লন্ডনে ব্রিটেনের মন্ত্রিসভার এক অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছেন। সূত্র , বিবিসি।


লর্ড ক্যামেরন বলেন, ‘আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবো এবং এ ইস্যুকে আরও গতিশীল করতে জাতিসংঘেও কাজ করব। আমাদের মিত্ররা এক্ষেত্রে সহযোগিতা করবে বলে আশা করছি। কারণ, যদি জাতিসংঘে ফিলিস্তিনের স্বীকৃতিতে নিয়ে প্রক্রিয়া শুরু হয়, তাহলে গত কয়েক দশকের অপেক্ষা শেষ হওয়ার পথ তৈরি হবে। ‘
মন্ত্রী জানান,  স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আদায়ে জাতিসংঘেও ভূমিকা রাখবে ব্রিটেন ও তার মিত্ররা।

news24bd.tv/ডিডি