কুমিল্লাকে ৮ রানে হারালো রংপুর রাইডার্স

রংপুর রাইডার্স

কুমিল্লাকে ৮ রানে হারালো রংপুর রাইডার্স

অনলাইন ডেস্ক

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিরুদ্ধে ব্যাট হাতেই দাপট দেখিয়েছিল রংপুর রাইডার্সের ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে রংপুর।

১৬৬ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই খেই হারায় কুমিল্লা। দুই ওপেনারই সুবিধা করতে পারেননি।

তবে তিনে নামা মাহিদুল ইসলাম অঙ্কান হাল ধরেন। ৫৫ রানে ৬৩ রানের ইনিংস খেলেন তিনি।  

মঙ্গলবার (৩০ জানুয়ারি) টস জিতে ব্যাটিংয়ে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৬৬ রানের লক্ষ্য দেয় রংপুর রাইডার্স। জবাব দিতে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলতে পারে তারা।

এতে ৮ রানের জয় পায় রংপুর রাইডার্স।

জবাব দিতে নেমে শুরুটা ভালো করতে পারেনি কুমিল্লা। প্রথম ওভারের তৃতীয় বলে ডাক আউট হয়ে সাজঘরে ফেরেন লিটন দাস। ইনিংস বড় করতে পারেনি আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ানও। ২১ বলে ১৭ রান করে নবিকে উড়িয়ে মারতে গিয়ে সাকিবের হাতে কাটা পড়েন এই পাকিস্তানি ব্যাটার।

এরপর তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন মাহিদুল ইসলাম অঙ্কন। ৪২ বলে নিজের ফিফপি তুলে নেন এই ডান হাতি ব্যাটার। দুজনের ব্যাটে ভরকে এগিয়ে জেতে থাকে বর্তমান চ্যাম্পিয়নরা। ৫৫ বলে ৬৩ রান করে ক্যাচ আউট হন অঙ্কান। পিচে এসে ব্যাট চালাতে থাকেন পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহও। আট বলে ১৩ রান করে ক্যাচ আউট হন তিনি। শেষ দুই ওভারে কুমিল্লার যখন ৩৬ প্রয়োজন। তখন তাদের এক মাত্র ভরসা ছিল তাওহীদ হৃদয়। তবে ১৯তম ওভারে ৭ রান খরচা করে হাসান মাহমুদ। এতে ৬ বলে কুমিল্লার লক্ষ্য দাঁড়ার ২৯ রান।

শেষ ওভারে বোলিংয়ে আসেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম বলে ডাবল নিতে গিয়ে রান আউটে শিকার হন হৃদয়। বাউন্ডারি লাইন থেকে নবির ছোড়া বল সরাসরি স্ট্যাম্পে আঘাত লাগে, সাজঘরে ফেরেন তিনি।

দ্বিতীয় বলে সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন আমির জামালও। পরের দুই বলে ছক্কা হাঁকান জাকের আলী। শেষ দুই বলে ৬ রান তুলে কুমিল্লা। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলতে পারে তারা। এতে ৮ রানের জয় পায় রংপুর রাইডার্স। ৪ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন জাকের আলী।

রংপুর রাইডার্সের হয়ে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন আজমতুল্লাহ ওমারজাই। এ ছাড়াও সাকিব আল হাসান, হাসান মাহমুদ ও মোহাম্মদ নবি একটি করে উইকেট নেন।

news24bd.tv/কেআই