ঊর্ধ্বমুখী দেশের পুঁজিবাজার

প্রতীকী ছবি

ঊর্ধ্বমুখী দেশের পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসেও দেশের পুঁজিবাজারের উত্থান হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সব মূল্যসূচকই এদিন বেড়েছে। পাশাপাশি বেড়েছে শেয়ার লেনদেনের পরিমাণও।

মঙ্গলবার(৩০ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 'ডিএসই এক্স' ৫২ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ৬১৫০ পয়েন্টে অবস্থান নিয়েছে।

এছাড়াও শরীয়াহ সূচক এবং বাছাই করা কোম্পানিগুলোর সূচকও এদিন বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

মঙ্গলবার ডিএসইতে ৯৩৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে, যা সোমবারের তুলনায় ২৭৭ কোটি টাকা বেশি৷ লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২৫৫টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯২টির। বাকি ৪৭ প্রতিষ্ঠানের শেয়ারের দাম এদিন অপরিবর্তিত ছিল।

news24bd.tv/ab