‘আত্মকেন্দ্রিক নয়, বিজ্ঞান মনোস্ক করে গড়ে তুলতে হবে শিশু-কিশোরদের’

পুরস্কার তুলে দিচ্ছেন ঝিনািইদহ জেলা প্রশাসক এস. এম রফিকুল ইসলাম

‘আত্মকেন্দ্রিক নয়, বিজ্ঞান মনোস্ক করে গড়ে তুলতে হবে শিশু-কিশোরদের’

ঝিনাইদহ প্রতিনিধি

জেলা প্রশাসক এস. এম রফিকুল ইসলাম বলেছেন, শিশু কিশোরদের বড় মানুষ হওয়ার স্বপ্ন দেখতে হবে। শুধু আত্মকেন্দ্রিকতা নয়, সমাজের মানুষের জন্য কাজ করাসহ বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও সাম্যবোধের ভিত্তিতে জীবন গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে জেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরীর সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে জাতীয় বিজ্ঞান ও  প্রযুক্তি সপ্তাহ (৪৫তম বিজ্ঞান মেলা)-২০২৪ এর সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমি, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো. কামরুজ্জামানসহ সদর উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম সরোয়ার। মেলায় সদর উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

news24bd.tv/আইএএম