প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের সাথে ডিএমপির চকলেট উৎসব

প্রতীকী ছবি

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের সাথে ডিএমপির চকলেট উৎসব

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে চকলেট উৎসব করেছে ডিএমপি।

বুধবার (৩১ জানুয়ারি) সকালে সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ে চকলেট বিতরণ করে রমনা বিভাগের ডিসি অতিরিক্ত আইজিপি মুহাম্মদ আশরাফ হোসেন জানান, মূলত প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করে নিতে ও পুলিশ বান্ধব জাতি গঠনের উদ্দেশ্যেই ডিএমপির এই আয়োজন।

আরও পড়ুন: ভিসা অ্যাকসেলেরেটর প্রোগ্রামের চতুর্থ সংস্করণ নিয়ে আসছে, ৮ মার্চ পর্যন্ত আবেদন

এ সময় সকল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি। আগামীতে একজন সুনাগরিক হয়ে বাংলাদেশসহ সারা বিশ্বে নেতৃত্ব দেয়ার আহ্বানও জানান আশরাফ হোসেন।

বলেন, বিদ্যালয় ও শিক্ষার্থীদের নিরাপত্তায় গুরুত্ব সহকারে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

পরে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ করেন তিনি।

news24bd.tv/ab