ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এমন বইয়ের ক্ষেত্রে ব্যবস্থা: ডিএমপি

বইমেলায় ধর্মীয় অনুভুতিতে আঘাত পড়ে এমন বই আসলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এমন বইয়ের ক্ষেত্রে ব্যবস্থা: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

বইমেলায় আইনশৃঙ্খলার জন্য ক্ষতিকর ও ধর্মীয় অনুভুতিতে আঘাত পড়ে এমন বই আসলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।  

বইমেলায় জঙ্গি হামলার বিষয়টি মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তবে হামলার কোন হুমকি নেই বলে জানিয়েছেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

আরও পড়ুন: নতুন বালিশ কাণ্ডের সাক্ষী হতে যাচ্ছে রাবি

বুধবার (৩১ জানুয়ারি) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে বই মেলায় নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান, সিসি টিভি, পেট্রোলিং, সাইবার পুলিশ ও ড্রোন পেট্রোলিং, সোয়াত, বোম্ব ডিস্পোজাল ইউনিট, ওয়াচ টাওয়ার থেকে পর্যবেক্ষণ করা সহ পুলিশের পক্ষ থেকে বইমেলায় নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়া সাদা পোশাকেও নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশ।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক