রাজনীতিতে পা রাখছেন থালাপতি বিজয়

দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়

রাজনীতিতে পা রাখছেন থালাপতি বিজয়

অনলাইন ডেস্ক

জনপ্রিয় দক্ষিণী তারকা থালাপতি বিজয় এবার সিনেমার গণ্ডি ছাড়িয়ে রাজনীতিতে যোগদান করছেন। বিজয়ের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন নির্বাচন কমিশনের কাছে দলের নাম নথিভুক্ত করাতে জোর প্রস্তুতি শুরু হয়ে গেছে।

নির্বাচন কমিশনের কাছে যাওয়ার আগে সম্প্রতি নিজের দল নিয়ে পরিষদীয় বৈঠকও সেরে ফেলেছেন দক্ষিণী এই সুপারস্টার। সংবাদমাধ্যম লাইভ মিন্টের এক প্রতিবেদনে জানা গেছে, দলের পরিষদীয় বৈঠকে প্রায় ২০০ জন সদস্য হাজির ছিলেন।

কার্যনির্বাহী কমিটি বিজয়কে সভাপতি চয়ন করেছে। নির্বাচন কমিশনের কাছে দলের নাম নথিভুক্ত করা হলেই রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে বিজয়ের যাত্রা শুরু হবে।

আরও পড়ুন...অভিনেত্রী থেকে গায়িকা পরিণীতি চোপড়া

উল্লেখ্য, বিভিন্ন জনসেবামূলক কাজে বেশ আগে থেকেই জড়িত রয়েছেন বিজয়। দুঃস্থদের খাদ্যসামগ্রী বণ্টন, ছেলেমেয়েদের পড়াশোনার খরচ বহন, গ্রন্থাগার নির্মাণ, এমনকি বিনা মূল্যে বহু ছেলেমেয়েকে টিউশনের ব্যবস্থাও করে দিয়েছেন বিজয়।

অন্যদিকে কোর্ট-কাছাড়ি করতে গিয়ে টাকার অভাব পড়লে বিজয় বিনা মূল্যে আইনি সহায়তার ব্যবস্থাও করে দেন।

দক্ষিণী সিনেমায় মেগাস্টারদের মধ্যে প্রথম দিকের তালিকায় রাখা হয় বিজয়কে। দীর্ঘদিন ধরেই তিনি রাজনীতিতে আসার ইচ্ছা পোষণ করছিলেন।

news24bd.tv/SC