প্রধানমন্ত্রীর সাথে সৌদি আরবের প্রতিনিধিদলের সাক্ষাৎ

সৌদি আরবের অরতিনিধিদলের সাথে প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সাথে সৌদি আরবের প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

শেখ ডক্টর আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ এর নেতৃত্বে সৌদি আরবের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে বুধবার(৩১ জানুয়ারি) সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সৌদি আরবের সূরা কাউন্সিলের এই প্রেসিডেন্ট এ সময় বাংলাদেশে ইসলাম প্রচারে শেখ হাসিনার সরকারের পদক্ষেপগুলোর প্রশংসা করেন। বিশেষ করে শেখ হাসিনার সরকারের নিজস্ব অর্থায়নে মডেল মসজিদ এবং ইসলামিক কালচার সেন্টারের নির্মাণের প্রশংসা করেন।

আরও পড়ুন: রাজপথে ফ্রি-স্টাইলে কর্মসূচি দিলে সরকার চুপ থাকবে না : কাদের

এদিকে, সৌদি আরব এবং কাতার থেকে ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কিনছে সরকার।

কাতার থেকে প্রতি মেট্রিক টন সার কিনছে ৩৩০ দশমিক ৮৩ ডলার করে আর সৌদি আরব থেকে প্রতি মেট্রিক টন কিনছে ৩৪৭ দশমিক ৫ ডলার করে।

news24bd.tv/ab