ভারতপন্থী মালদ্বীপের প্রসিকিউটর জেনারেলকে ছুরিকাঘাত

ভারতপন্থী প্রসিকিউটার জেনারেল হুসেন শামিম

ভারতপন্থী মালদ্বীপের প্রসিকিউটর জেনারেলকে ছুরিকাঘাত

অনলাইন ডেস্ক

ভারত-মালদ্বীপ চলমান উত্তেজনার মধ্যে মালদ্বীপের এক ভারতপন্থী প্রসিকিউটর জেনারেল হুসেন শামিমকে নৃশংসভাবে ছুরিকাঘাত করা হয়েছে।

হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে, মালে শহরে শামিমকে ছুরিকাঘাত করা হয়েছে। যদিও বেশি ধারালো ছিলো না ছুরিটি। কিন্তু একাধিকবার আঘাত করায় জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

স্থানীয় পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে।

আরও পড়ুন...আমেরিকার যুদ্ধবিমান দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত

উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই মালের রাস্তায় একাধিক রাজনীতিবিদের উপর হামলার খবর এসেছে। এদিকে, সম্প্রতি দেশটির ভারতবিরোধী প্রেসিডেন্ট মুইজ্জুকে গদিচ্যুত করার জন্য মালদ্বীপের সংসদে প্রস্তাব আনার বিষয়ে পরিকল্পনা করে ভারতপন্থী 'মালদ্বীপ ডেমোক্র্যাটিক পর্টি'। কয়েকদিন আগে মালদ্বীপের রাজধানী মালের মেয়র নির্বাচনেও হার হয় মুইজ্জুর 'পিপলস ন্যাশনাল কংগ্রেস'-এর।

ভারতের সাথে চলমান রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে মালদ্বীপের প্রসিকিউটর জেনারেলের ওপর এই নৃশংস হামলা নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

news24bd.tv/SC