সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী ৪৮ জন

সংসদ ভবন--ফাইল ছবি।

সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী ৪৮ জন

অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ পরিবারের সন্তানদের  অগ্রাধিকার দেওয়া হবে। এক্ষেত্রে আওয়ামী লীগের ৪৮ জন নারী নতুন করে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হওয়ার সম্ভাবনাই বেশি।  
এদের সমর্থন দিবেন ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য।  বাকি দুইজন হতে পারে জাতীয় পার্টি থেকে।

 
আজ বুধবার (৩১ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলমকে সংরক্ষিত নারী আসনে দলের অবস্থান জানাতে  জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়নের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্যদের।   এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক সায়েম খান।
জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনগুলোতে প্রার্থী মনোনয়নে ‘বঞ্চিত’দের প্রাধান্য দেওয়া হবে। এবারের জাতীয় নির্বাচনে যাঁরা দলের মনোনয়ন বঞ্চিত হয়েছেন, যাঁরা দলের মনোনয়ন পেয়ে পরে জোটের প্রার্থীকে সমর্থন দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, তাঁদের অনেকেই সংরক্ষিত আসনের সংসদ সদস্য হতে যাচ্ছেন।
 

news24bd.tv/ডিডি