জাতিসংঘ মহাসচিবের পদত্যাগ দাবি ইসরায়েলের

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

জাতিসংঘ মহাসচিবের পদত্যাগ দাবি ইসরায়েলের

অনলাইন ডেস্ক

জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের পদত্যাগের দাবি তুলেছে ইসরায়েল।

সংবাদসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ গাজায় হামাসকে সহায়তা করার জন্য জাতিসংঘের মহাসচিবকে দায়ী করেছেন।

আরও পড়ুন: ভারতপন্থী মালদ্বীপের প্রসিকিউটর জেনারেলকে ছুরিকাঘাত 

এক বিবৃতি দিয়ে তিনি জানান, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে ২০১৭ সাল থেকে যে পদে  নিযুক্ত রয়েছেন, তাকে সেই পদ ছাড়া উচিত। ফিলিস্তিনের উদ্বাস্তুদের সাহায্য করার নামে জাতিসংঘের বিভিন্ন সংস্থা হামাসকে সহায়তা দিচ্ছে।

গাজায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ-গাজায় হামাসকে পুরোপুরি সহায়তা করছে বলেও ওই বিবৃতিতে জানানো হয়। ইহুদিশাসিত দেশটির এমন অভিযোগের ভিত্তিতে এই সংস্থায় অর্থায়ন স্থগিত করা হয়।

যদিও ইউএনআরডব্লিউএ থেকে দাবি করা হয়, গাঁজার ২০ লাখেরও বেশি মানুষ জীবনধারণের জন্য এই ত্রাণ সংস্থাটির উপর নির্ভরশীল। মাত্র কিছু কর্মীর বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে সংস্থাটির তহবিল স্থগিত করা দুঃখজনক।

news24bd.tv/SC