যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা বন্ধের ঘোষণা কাতাইব হিজবুল্লাহর

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র হামলা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা বন্ধের ঘোষণা কাতাইব হিজবুল্লাহর

অনলাইন ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র হামলা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ। জর্ডানে ড্রোন হামলায় তিনজন মার্কিন সৈন্য নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের পাল্টা জবাব দেয়ার পরিকল্পনার মুখেই এমন ঘোষণা দিলো গোষ্ঠীটি। খবর আল জাজিরার।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে ইরাক সরকারকে বিব্রত করতে না চেয়ে দেয়া ঘোষণাকে সন্দেহের চোখে দেখছে যুক্তরাষ্ট্র।

পেন্টাগনের মতে, জর্ডানের হামলার পরে মার্কিন বাহিনীর ওপরে আরও তিনটি  হামলার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: আমেরিকার যুদ্ধবিমান দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত

রোববারের হামলার বিপরীতে কয়েক স্তর বিশিষ্ট হামলার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। হামলার জন্য ইরানকে দায়ী করে বাইডেন বলেন, আমি তাদেরকে দায়ী করছি কারণ তারা হামলাকারীদের অস্ত্রগুলো সরবরাহ করছে। তবে আমি ইরানের সাথে যুদ্ধ চাই না।

ইরানও যুক্তরাষ্ট্রের অভিযোগের বিপরীতে জোরালো জবাব দিয়েছে। এক বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড কোরের প্রধান হোসেন সালামি যুক্তরাষ্ট্র আঘাত হানলে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দেন।  

বার্তা সংস্থা তাসনিমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমেরিকা বহুদিন ধরেই আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। আমরা একে অপরকে চিনি এবং তাদের যেকোন হামলার বিরুদ্ধে কঠোর জবাব দিতে আমরা প্রস্তুত।

news24bd.tv/ab