লোহিত সাগরে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা হুথির

মার্কিন এবং ব্রিটিশ যুদ্ধজাহাজে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি।

লোহিত সাগরে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা হুথির

অনলাইন ডেস্ক

মার্কিন এবং ব্রিটিশ যুদ্ধজাহাজে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। নিজেদের আত্মরক্ষার্থে তারা এই হামলাগুলো চালাবে বলে জানিয়েছে, যা মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার সম্ভাবনা সৃষ্টি করেছে। খবর রয়টার্সের।

এক বিবৃতিতে হুথির মুখপাত্র লোহিত সাগরে বিদ্যমান সকল আমেরিকান এবং ব্রিটিশ যুদ্ধজাহাজই তাদের লক্ষ্যবস্তু বলে উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্র ও ব্রিটেন হুথির ওপরে হামলা চালিয়ে যাচ্ছে এবং তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

ইয়েমেনের সবচাইতে জনবহুল অঞ্চলের নিয়ন্ত্রণে থাকা হুথি ফিলিস্তিনে যুদ্ধাহত গাজাবাসীদের সমর্থনে লোহিত সাগরে হামলা চালিয়ে যাচ্ছে।

সংঘাত পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ছে। লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে ইসরায়েলের গুলি বিনিময় হয়েছে এবং ইরান সমর্থিত আরও কিছু সশস্ত্র গোষ্ঠী ইরাকে মার্কিন সেনাঘাঁটিতে হামলা করেছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা বন্ধের ঘোষণা কাতাইব হিজবুল্লাহর

এক বিবৃতিতে হুথি মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস গ্রেভলিতে হামলা চালানোর কথা স্বীকার করেছে। মঙ্গলবার(৩০ জানুয়ারি) রাতে মার্কিন কেন্দ্রীয় কমান্ড ইয়েমেন থেকে ছোঁড়া একটি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কথা জানায়।

গাজায় ত্রাণ সহায়তা পৌঁছানো এবং যুদ্ধবিরতির আগ পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে হুথি।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক