সেই মাহমুদউল্লাহ এখন বোর্ডের কাছে ‘অটোমেটিক চয়েস’

ম্যাচ সেরার পুরস্কার হাতে মাহমুদউল্লাহ রিয়াদ - বিসিবি

সেই মাহমুদউল্লাহ এখন বোর্ডের কাছে ‘অটোমেটিক চয়েস’

অনলাইন ডেস্ক

জাতীয় দলের হয়ে মাহমুদউল্লাহ রিয়াদ সবশেষ টি২০ ক্রিকেট খেলেছেন ২০২২ সালের সেপ্টেম্বরে। এরপর থেকে এই ফরম্যাটে ব্রাত্য এই অভিজ্ঞ ক্রিকেটার। টি২০ ফরম্যাটে মাহমুদউল্লাহর না থাকার কারণ হিসেবে নির্বাচকরা নানা সময়ে এনেছেন ফর্ম, ফিটনেস, টিম কম্বিনেশন ইস্যু। তবে সেই মাহমুদউল্লাহ সবাইকে ভুল প্রমাণ করে এবারের বিপিএলে খেলছেন দুর্দান্ত।

ফরচুন বরিশালের হয়ে এবারের বিপিএলে মাহমুদউল্লাহ আছেন দারুণ ছন্দে। গতকাল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে জেতা ম্যাচে ২৪ বলে করেছেন অপরাজিত ৫১ রান। পাঁচ ম্যাচের দুটিতে অপরাজিত থেকে রান করেছেন ১০৪, স্ট্রাইক রেট ১৬৫.০৭। মাহমুদউল্লাহর এমন পারফরম্যান্সের পর ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুস রীতিমতো মুগ্ধ।

বাংলাদেশের টি২০ দলে মাহমুদউল্লাহর ডাক না পাওয়ার তাই কোনো কারণ দেখছেন না তিনি।

আজ মিরপুরে বিসিবি কার্যালয়ে আজ এক সভার পর জালাল ইউনুস বলেছেন, ‘এই মুহূর্তে সে সুযোগ পাবে কি পাবে না, এই প্রশ্নটা উঠছে না। সে ভালো খেলছে, ভালো পারফর্ম করছে। আমি তো মনে করি, এমনিতেই তার দলে চলে আসা উচিত। দ্বিতীয় চিন্তার অবকাশ নেই। ’ এক্ষেত্রে মাহমুদউল্লাহর বয়সটাকেও বাধা মনে করছেন না তিনি, ‘বয়স কোনো ব্যাপার নয়। সে কতটা ফিট, সেটাই গুরুত্বপূর্ণ। অ্যান্ডারসন কিন্তু ৪১ বছর বয়সেও বোলিং করছে। কোনো খেলোয়াড় যদি নিজেকে ফিট রাখে, সে খেলা চালিয়ে যেতে পারে। যদি পারফর্ম করে, তাহলে তো তাকে দলে রাখতে অসুবিধা নেই। ’

মাহমুদউল্লাহর ব্যাটের ধাঁর দেখে জালাল ইউনুসের মতে, সে দলে অটোমেটিক চয়েস। জালাল বলেন, ‘কী বলব! রিয়াদের ব্রিলিয়ান্ট পারফরম্যান্স। একটা জিনিস খেয়াল করে দেখবেন, টি২০ বিশ্বকাপে তার যে স্ট্রাইক রেট ছিল, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। ওই স্ট্রাইক রেটেই তো সে টি২০তে অটোমেটিক্যালি চলে আসে। আর এখন তো প্রমাণ করছে। যে জায়গায় সে খেলছে, অটোমেটিক চয়েস। ’

news24bd.tv/SHS