ফুলের রাজধানীতে উৎসব

গদখালির ফুল উৎসব

ফুলের রাজধানীতে উৎসব

যশোর প্রতিনিধি

ফুলের রাজধানী যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ও পানিসারা ইউনিয়নে বসেছে উৎসব। চারদিকে ফুল ক্ষেতের মাঝে দুই ইউনিয়নের মধ্যবর্তী স্থান হাড়িয়াদহে বসেছে চার দিনব্যাপী এ উৎসব।  

বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে ফুল উৎসবের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মো. আবরাউল হাছান মজুমদার।  

উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সকার বিভাগ যশোরের উপপরিচালক রফিকুল হাসান ও সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ, যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম, ফুলচাষী ও নারী উদ্যোক্তা সাজেদা বেগম প্রমুখ।

বৈচিত্র্যময় এই ফুলের রাজ্যকে দেশ এবং বিশ্বের কাছে তুলে ধরতে ঝিকরগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো ফুল উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে ১৬টি স্টল রয়েছে। এছাড়া হাড়িয়াদহের বিভিন্ন ফুলের দোকানেও ফুলের পসরা সাজানো হবে।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক