নেপালকে হারানোর পরও সেমির রাস্তা কঠিন বাংলাদেশের

নেপালকে হারানোর পরও সেমির রাস্তা কঠিন বাংলাদেশের

অনলাইন ডেস্ক

অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের টিকে থাকার ম্যাচে নেপালকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আজ দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে সুপার সিক্সের ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারিয়েছে টাইগার যুবারা। মাহফুজুর রহমান রাব্বির দল কতটা দাপট দেখিয়েছে জিতেছে, তা বলে দেয় বলের হিসাব। ১৪৮ বলে হাতে রেখে এ ম্যাচ জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

নেপালের বিপক্ষে বড় জয়ে নেট রানরেট সমৃদ্ধ করেছে বাংলাদেশ। তবে তা এখনো যথেষ্ট নয় সেমিফাইনালে ওঠার জন্য। সুপার সিক্সে বাংলাদেশের পরের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। এ ম্যাচেও বড় ব্যবধানে জিততে হবে টাইগারদের।

বর্তমানে ২ পয়েন্টে এগিয়ে থাকা পাকিস্তান (৬ পয়েন্ট) আছে দুইয়ে, বাংলাদেশের অবস্থান (৪ পয়েন্ট) তিনে।

পয়েন্ট ব্যবধানে পিছিয়ে থাকার পাশাপাশি নেট রানরেটেও বেশ পিছিয়ে আছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে বড় জয়ের পর যুবাদের নেট রানরেট হয়েছে ০.৩৪৮। অপরদিকে, পাকিস্তানের নেট রানরেট ১.০৬৪।

সুপার সিক্সের শেষ ম্যাচে আগামী ৩ ফেব্রুয়ারি এই পাকিস্তানের বিপক্ষে বেনোনিতে নামবে বাংলাদেশ। ওই ম্যাচে শুধু জয় নয়, পাকিস্তানকে উড়িয়ে দেওয়া চাই, নয়তো শেষ চারে খেলা হবে না রাব্বিদের।

news24bd.tv/SHS