নোবিপ্রবিতে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে এসেছি: উপাচার্য

নোবিপ্রবিতে অনুষ্ঠিত সেমিনার

নোবিপ্রবিতে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে এসেছি: উপাচার্য

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সুশাসনের ব্রত নিয়ে এসেছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় তিনি এ কথা বলেন।  

উপাচার্য বলেন, ‘আট হাজার শিক্ষার্থী, এক হাজার শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী মিলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার। আমরা সকলে একে অপরের তথা নোবিপ্রবির অংশীজন।

বিশ্ববিদ্যালয়ের ভৌত ও একাডেমিক উন্নয়ন অধিকতর এগিয়ে নেওয়ার জন্য সব কাজে অংশীজনদেরই অংশগ্রহণ সর্বাগ্রে প্রয়োজন। এ সম্পর্ক উন্নয়নে আমাদের পক্ষ থেকে আন্তরিক প্রচেষ্টা চলমান রেখেছি। সরকারি সহযোগিতাও অব্যাহত রয়েছে। ’

তিনি আরও বলেন, ‘আমি এ বিশ্ববিদ্যালয়ে সুশাসন প্রতিষ্ঠা ও একনিষ্ঠভাবে কাজ করার ব্রত নিয়ে এসেছি।

আমার ব্যক্তিগত কোনো অভিযোগ, ক্ষোভ, হিংসা-প্রতিহিংসা নেই। আমি শতভাগ কর্মনিষ্ঠতা ও সততা দিয়ে নোবিপ্রবির উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে চাই। ’

এ সময় তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে সবাইকে সমস্যা সমাধানে মনোযোগী হওয়ার আহ্বান জানান।  
news24bd.tv/আইএএম