চাকরি স্থায়ীর দাবিতে নেসকোর কর্মচারীদের মানববন্ধন ও কর্মবিরতি

অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে নেসকোর অধীনে কর্মরত মিটার রিডার ও বিল বিতরণকারীরা - নিউজ টোয়েন্টিফোর

চাকরি স্থায়ীর দাবিতে নেসকোর কর্মচারীদের মানববন্ধন ও কর্মবিরতি

দিনাজপুর প্রতিনিধি

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) অধীনে কর্মরত মিটার রিডার ও বিল বিতরণকারীরা চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে।

আজ বুধবার দুপুরে পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে রাজশাহী ও রংপুর বিভাগসহ দিনাজপুর কর্মচারীরা শহরের সুইহারীর পিডিবি প্রধান কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।

সমাবেশে বিক্ষোভকারীরা দাবি জানায়, দীর্ঘদিন ধরে শ্রম দিলেও তাদের চাকরি স্থায়ী করা হচ্ছে না। তারা পরিবার পরিজন নিয়ে মানবতার জীবনযাপন করছে।

সমাবেশে বক্তব্য রাখেন পিচ রেটকর্মচারী ঐক্য পরিষদের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

news24bd.tv/SHS