নোয়াখালীতে তিন দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব শুরু হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত পিঠা উৎসবে ও মেলায় দেশিয় জাতের বিভিন্ন ধরনের পিঠার স্টল বসানো হয়েছে।
বুধবার বিকেলে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও পুলিশ সুপার মো. আসাদুজ্জামান আনুষ্ঠানিকভাবে পিঠা উৎসব ও মেলার উদ্বোধন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিমুল হায়দার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এ ডি এম) তামান্না মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখিনুর জাহান নীলা, জেলা শিল্পকলা একাডেমীর কর্মকর্তা ফয়েজ আহম্মদ, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ।
আগামী তিনদিন ব্যাপী উক্ত পিঠা উৎসব ও মেলা প্রতিদিন বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে এবং একই সাথে স্থানীয় শিল্পীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।
news24bd.tv/SHS