আসলেই কী বছরের দীর্ঘতম মাস জানুয়ারি?

ছবি: ইন্টারনেট।

আসলেই কী বছরের দীর্ঘতম মাস জানুয়ারি?

অনলাইন ডেস্ক

নতুন বছরের প্রথম মাস যেন শেষই হচ্ছিলো না। কেমন যেন এলো আর গেলো না এমন অবস্থা। সামাজিক মাধ্যমে এ নিয়ে মিমস-ট্রোলসের শেষ নেই। ১ ফেব্রুয়ারি সকালে মজা করেই এমন একজন লিখেছেন, ‘বছরের দীর্ঘতম মাসটা সফলভাবে পার করে বেঁচে আছি।

জানুয়ারি শেষ হওয়া নিয়ে যেন উদ্বেগ বেড়েই চলছিলো সামাজিক মাধ্যমে। জানুয়ারিকেন্দ্রীক নানা পোস্টে তাই সয়লাব ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যম। এমন কয়েকটি মজার পোস্ট নিয়ে এই আয়োজন।

মাহমুদ নামে একজন পোস্ট করেছেন, ‘জানুয়ারি মাস তাড়াতাড়ি শেষ করার কোনো উপায় আছে?’ তবে কমেন্ট বক্সে এ বিষয়ে কোনো সমাধান পাওয়া যায়নি।

হিরণ নামে আরেকজন পোস্ট করে জানতে চেয়েছেন, ‘জানুয়ারি মাস আসলে কত দিনে?’ কমেন্ট বক্সে অনেকেই লিখেছেন তাদের উত্তর। সেখানে উল্লেখযোগ্য মন্তব্যটা ছিলো, ‘ফেব্রুয়ারির আটাশ দিনের আনন্দ পেতেই জানুয়ারির ৩১ দিনের অত্যাচার। ’ কিন্তু মজার বিষয় হলো এবার ফেব্রুয়ারি মাস ২৯ দিনে। কারণ এ বছর লিপ ইয়ার।

বলাবাহুল্য বছরে ১২ মাসের মধ্যে সাত মাস ৩১ দিনে। তবে জানুয়ারি নিয়ে কেন এত এলার্জি। এর প্রধান কারণ হতে পারে সারাদেশে চলমান শৈত্যপ্রবাহ। কারণ আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্যমতে, ফেব্রুয়ারি কমতে পারে শীতের দাপট। ফলে সাধারণ মানুষের মাঝে এক জানুয়ারিভীতিও কাজ করতে পারে বলে ধারণা অনেকের।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক