চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের এক ছাত্রীকে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।
রসায়ন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ওই ছাত্রী উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। তবে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন অভিযুক্ত অধ্যাপক।
বুধবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন সেলকে মাধ্যম করে উপাচার্য বরাবর যৌন হয়রানির লিখিত অভিযোগ দিয়ে ঘটনার ন্যায়বিচার চান ওই ছাত্রী।
অভিযোগপত্রে ওই শিক্ষার্থী লেখেন, 'থিসিস চলাকালীন সময়ে আমি ওই অধ্যাপকের দ্বারা যৌন হয়রানি ও নিপীড়নের শিকার হই। যেমন মাঝে মধ্যে জোর করে হাত চেপে ধরা, শরীরের বিভিন্ন অংশে অতর্কিত ও জোর করে স্পর্শ করা, অসঙ্গত এবং অনুপযুক্ত শব্দ ব্যবহার করা। এ ছাড়া কেমিক্যাল আনাসহ বিভিন্ন বাহানায় তিনি রুমে ডেকে নিয়ে জোর করে আমাকে জাপটে ধরতেন। '
অভিযোগপত্রে বলা হয়, গত ১৩ জানুয়ারি আনুমানিক দুপুর ১২টা নাগাদ তিনি আমাকে কেমিক্যাল দেওয়ার বাহানা করে রুমে ডেকে ধর্ষণের চেষ্টা করেন।
এতে আরও বলা হয়, আমার সঙ্গে ঘটে যাওয়া এই জঘন্যতম ঘটনার কারণে আমি শারীরিক ও মানসিকভাবে প্রচণ্ডভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। এমতাবস্থায় আমি আমার থিসিস ল্যাবে নিরাপত্তাহীনতায় ভুগছি এবং এই ল্যাবে পরবর্তী থিসিস কার্যক্রম চালিয়ে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়।
এ বিষয়ে ভুক্তভোগী অভিযুক্ত শিক্ষক বলেন, অভিযোগের ব্যাপারে আমি জানতাম না। সাংবাদিকের ফোন পাওয়ার পর জানতে পেরেছি। এটা জঘন্যতম একটি অভিযোগ। আমি শুধুই একজন শিক্ষক ও গবেষক। আমার কাছে আরও শিক্ষার্থীরা গবেষণার জন্য আসে। আপনি তাদের সাথে কথা বলে দেখতে পারেন। তারা আমার বাসায় আসা-যাওয়াও করে। আমি একজন বয়স্ক লোক। রিসার্চের কাজ ঠিকমতো না করলে আমি একটু বকাবকি করি। আবার শিখিয়েও দিই। কয়েক দিন ধরে আমার মনে হচ্ছিল, আমার বকাবকির কারণে তাদের কেউ কেউ একটু অসন্তুষ্ট। তবে আমি শুধুই একজন গবেষক। এই মিথ্যা অভিযোগের কারণে আমার ক্যারিয়ারে একটা কালি পড়লো। আমি অনেকের সাথে কথা বলছি তার বিরুদ্ধে মানহানির মামলা করার ব্যাপারে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সৌরভ সাহা জয় বলেন, চিঠিটি উপাচার্য বরাবর করা হয়েছে এবং তিনি এটি দেখে অভিযোগ সেলে পাঠিয়েছেন। তার একটি অনুলিপি প্রক্টর অফিস গ্রহণ করেছে। এ বিষয়ে এখনও তদন্ত কমিটি হয়নি।