বাংলাদেশের আর্থিকখাত সংস্কারে সহযোগিতা করবে ব্রিটেন

গণমাধ্যমের মুখোমুখি সারাহ কুক, ফাইল ছবি।

বাংলাদেশের আর্থিকখাত সংস্কারে সহযোগিতা করবে ব্রিটেন

নিজস্ব প্রতিবেদক

আর্থিকখাতে সংস্কার ও উন্নয়নশীল বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে ব্রিটেন। সবকিছু মিলিয়ে সহনশীল বাংলাদেশ দেখতে চান বলে জানালেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব বলেন সারাহ। এসময় অর্থমন্ত্রী বলেন, আর্থিক চ্যালেঞ্জ মোকাবেলায় ব্রিটেনের সহযোগিতা চাওয়া হয়েছে।

দুই দেশের সম্পর্ক দীর্ঘদিনের। তারা সহযোগিতা করতে রাজি।

আরও পড়ুন : বাংলাদেশ ব্যাংকে ডলার রেখে টাকা নিতে পারবে ব্যাংকগুলো

অর্থমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক দীর্ঘদিনের। অর্থনীতি, বিনিয়োগসহ দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে।

বাংলাদেশ যে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করছে এ বিষয়ে ব্রিটেনের সাহায্য চেয়েছি।

এসময় সারাহ কুক সাংবাদিকদের বলেন, আর্থিক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় ব্রিটেনের সহযোগিতা চেয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান।

news24bd.tv/FA