স্বর্ণ নিয়ে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন আয়োজিত ৩ দিনের বাজুস মেলা শুরু হচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি। এবারের মেলার মূল প্রতিপাদ্য ‘সোনার বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয়। ’
তৃতীয় বারের মতো রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা-আইসিসিবির নবরাত্রি হলে আয়োজিত মেলা চলবে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সংগঠনটি।
আরও পড়ুন : জুয়েলারি শিল্পের উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার
প্রতিবারের মত এবারো ক্রেতা আকর্ষণে থাকছে বিশেষ অফার। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ উন্মুক্ত থাকবে দর্শনার্থীদের জন্য। মেলার পাশাপাশি আয়োজিত বাজুস জুয়েলারি সামিটে ১০টি সেমিনার অনুষ্ঠিত হবে।
এছাড়াও বাজুস মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩ এ বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হবে। দেশিয় জুয়েলারি শিল্পকে সমৃদ্ধশালী করার পাশাপাশি বিশ্ববাজারে একটি নতুন অবস্থান তৈরিতে সহায়ক হবে বাজুস ফেয়ার এমনটাই প্রত্যাশা আয়োজকদের।