পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সংগৃহীত ছবি

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। হ্যাটট্রিক জয়ে পর ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা।  চতুর্থ ম্যাচে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বুধবার (৩১ জানুয়ারি) কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ।

 

ব্যাটিংয়ে নেমে স্বাগতিকদের ৯৬ রানে সহজ লক্ষ্য দেয় সফরকারীরা। জবাব দিতে নেমে ১৮ বল ও ৪ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় সুমাইয়া বাহিনী।

সহজ লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ৫ বলে শূন্য রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন সুমাইয়া আক্তার সুবর্ণা।

 

এরপর ব্যক্তিগত ১৪ রানে সাজঘরে ফেরেন আরেক ওপেনার ইভা। তবে ৪০ বলে ৩৮ রান করে দলকে জয়ের পথ দেখান অধিনায়ক সুমাইয়া আক্তার। এ ছাড়াও ১৬ রানের ইনিংস খেলেন ইরা। শেষ পর্যন্ত ১৮ বল ও ৪ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙলেও দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। তবে রানের গতি ছিল টেস্ট ক্রিকেটের মতো।  

এরমধ্যে দলীয় ৮৮ থেকে স্কোরবোর্ডে মাত্র ৪ রান যোগ করতেই আরও চার উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। যার ভেতর রান আউটই ছিল তিনটি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৫ রানের লড়াকু পুঁজি পায় পাকিস্তানের মেয়েরা।

সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৫৮ বলে ৪৮ রানের ইনিংস খেলেন সামিয়া আফসার। এ ছাড়া ৪১ বল মোকাবিলায় ২৬ রান করেন আরেশা আনসারি। বাংলাদেশের হয়ে দুটি উইকেট শিকার করেন রাবেয়া খাতুন।

আগামী ২ ফেব্রুয়ারি শিরোপার লড়াইয়ে শ্রীলঙ্কার মেয়েদের মুখোমুখি হবে বাংলাদেশ।

news24bd.tv/কেআই