নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম চতুর্থবারের মতো প্রস্তাব

ডোনাল্ড ট্রাম্প--ফাইল ছবি।

নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম চতুর্থবারের মতো প্রস্তাব

অনলাইন ডেস্ক

নোবেল শান্তি পুরস্কারের জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করা হয়েছে। ক্লডিয়া টেনি নামে একজন রিপাবলিকান আইন প্রণেতা মধ্যপ্রাচ্যে ট্রাম্পের ‘ঐতিহাসিক’ নীতির কথা উল্লেখ করে তার নাম প্রস্তাব করেন। পুরস্কারের জন্য এ নিয়ে চতুর্থবারের মতো ট্রাম্পের নাম প্রস্তাব করা হলো।  
নিজের অফিসিয়াল ওয়েবসাইটে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন ক্লডিয়া টেনি।

তিনি  বিবৃতিতে জানান, ডোনাল্ড ট্রাম্প আব্রাহাম অ্যাকর্ডস চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করেছেন। এ জন্য তিনি নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাবের সিদ্ধান্ত নিয়েছেন। সূত্র : দ্য ইন্ডিপেন্ডেন্ট
বিবৃতিতে ক্লডিয়া আরও বলেন, মধ্যপ্রাচ্যে কয়েক দশক ধরে চলে আসা অচলাবস্থা নিরসনে আন্তর্জাতিক সংগঠনগুলো ব্যর্থ হয়েছে। কিন্তু ট্রাম্প সফল।
 

news24bd.tv/ডিডি

এই রকম আরও টপিক